লাইফস্টাইল
বাড়িতে চুলের স্পা করবেন কীভাবে
গরমে, ঘামে, দূষণে আবার এসিতে থাকার কারণে অনেকেরই চুল রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে।

বাড়িতে চুলের স্পা করবেন কীভাবে | ফাইল ছবি
গরমে, ঘামে, দূষণে আবার এসিতে থাকার কারণে অনেকেরই চুল রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চুলের উজ্জ্বলতা ফেরাতে মাথার ত্বকের ধরন বুঝে বাড়িতেই চুলের স্পা করতে পারেন।
যেভাবে করবেন হেয়ার স্পা-
নারকেলের দুধ : চুলের যত্নে নারকেল তেলের ভূমিকা সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। কিন্তু নারকেলের দুধও যে চুলের জন্য সমান উপকারী, তা হয়তো অনেকেরই জানা নেই।
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
