ধর্ম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পাল্টে দিয়েছে বৈশ্বিক কূটনীতির রূপরেখা। পশ্চ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ রবিবার। ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ রবিবার। ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের দিন। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। এক সময় গোটা আরব অন্ধকারে ডুবে ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছিল। আরবের সবখানে দেখা দিয়েছিল অরাজকতা-বিশৃঙ্খলা। ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতায়ালা মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করেন। মহানবী (সা.) অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে তিনি খাদিজা নামে এক ধনাঢ্য নারীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে তিনি নবুওয়াতপ্রাপ্ত হন। পবিত্র কোরআন শরিফে বর্ণিত আছে,