রাজনীতি

এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৪, করোনা শনাক্ত ৪২১

দেশে প্রাণঘাতী দুটি রোগ ডেঙ্গু ও কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন মারা গেছে। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪২১ জন।

2022September/dengue-2209121625.jpg
এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৪, করোনা শনাক্ত ৪২১ | ফাইল ছবি

১৩ সেপ্টেম্বর, ২০২২
Fallback Advertisement

দেশে প্রাণঘাতী দুটি রোগ ডেঙ্গু ও কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন মারা গেছে। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪২১ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪৫ জন।

এর মধ্যে ঢাকায়ই ২২৮ জন। অন্যান্য বিভাগে ১১৭ জন।

kalerkanthoদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১১২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৫৩ জন। অন্যান্য বিভাগে ২৫৯ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ৯ হাজার ৯৫ জন। ঢাকায় সাত হাজার ২৯৯ জন। ঢাকার বাইরে এক হাজার ৭৯৬ জন। এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে ৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে সাত হাজার ৯৪৬ জন।

করোনা শনাক্ত ৪২১, হার ৯.২৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৯.২৩ শতাংশ।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় চার হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করে ৪২১ জন শনাক্ত হয়। ঢাকায় ৩৫১ জন। দেশের ৩৯ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ১৫ হাজার ৩০৮। মারা গেছে ২৯ হাজার ৩৩৪ জন। সুস্থ ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।

রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা এবং প্রতিষ্ঠানটির সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন নিজেও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি গতকাল কালের কণ্ঠকে বলেন, প্রায় তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ কিছুটা বেশি মনে হচ্ছে। এক দিনে সংক্রমণ হাজার ছাড়ালে বুঝতে হবে করোনার আরেকটি ঢেউ এসে গেছে।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। গত বছরের ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়।

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByGoFlixza
Developed With Love ByGoFlixza