রাজনীতি
সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঠিক সময়ে সরকার ও সংশ্লিষ্টদের যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশে কোভিড মহামারীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে যতোটা প্রাণহানির আশংকা করা হয়েছিলো, তা ঘটেনি। প্রধানমন্ত্রী শনিবার রাজধানীতে ব্যথা বিষয়ক এক আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঠিক সময়ে সরকার ও সংশ্লিষ্টদের যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশে কোভিড মহামারীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে যতোটা প্রাণহানির আশংকা করা হয়েছিলো, তা ঘটেনি। প্রধানমন্ত্রী শনিবার রাজধানীতে ব্যথা বিষয়ক এক আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন। বাসস
বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেশিওলজিস্টস ক্রিটিকাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) এ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারীর সময় গুরুতর কোভিড রোগীদের জন্য জাতীয় গাইড লাইন এবং অক্সিজেন ব্যবহারের গাইডলাইন প্রণয়নে বিএসএ-সিসিপিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে সময় জরুরি ভিত্তিতে ৪০৯ জন অ্যানেস্থেশিয়ার কনসালটেন্ট, ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি আশা প্রকাশ করেন, আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
