লাইফস্টাইল
হেডফোন ব্যবহার করছেন? বিপদ এড়াতে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
আজকাল হেডফোন ছাড়া নিজেকে চিন্তাই করা যায় না। অবসর কাটানো থেকে শুরু করে কাজের মাঝেও হেডফোনের ব্যবহার থাকে। এভাবেই গান শুনে বা কথা বলে নিজেকে চাঙ্গা রাখেন অনেকেই।
![2018November/headphone20180828180859-1910150837-1910160632.jpg 2018November/headphone20180828180859-1910150837-1910160632.jpg](https://ajkal.us/img/news/2018November/headphone20180828180859-1910150837-1910160632.jpg)
হেডফোন ব্যবহার করছেন? বিপদ এড়াতে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো | ফাইল ছবি
আজকাল হেডফোন ছাড়া নিজেকে চিন্তাই করা যায় না। অবসর কাটানো থেকে শুরু করে কাজের মাঝেও হেডফোনের ব্যবহার থাকে। এভাবেই গান শুনে বা কথা বলে নিজেকে চাঙ্গা রাখেন অনেকেই।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক হেডফোন ব্যবহারের আগে কিছু সতর্কতা-
হেডফোন ব্যবহারে পাঁচ বিপদ
১. হেডফোন ব্যবহার সময় ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে।
২. হেডফোন কারো সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না। এতে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
শেয়ার
Releted News
No featured items for this category.