লাইফস্টাইল
জুতার বাজে গন্ধ দূর করুন সহজ একটি কৌশলে!
বাইরে থেকে ঘরে ফেরার পর জুতা খোলার সঙ্গে সঙ্গেই এর থেকে খুবই বাজে গন্ধ ছড়ায়। তাছাড়া অফিসে বা কোথাও বেড়াতে গেলে, কোনো কারণে জুতা খুলতে হলেও এই গন্ধের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

জুতার বাজে গন্ধ দূর করুন সহজ একটি কৌশলে! | ফাইল ছবি
বাইরে থেকে ঘরে ফেরার পর জুতা খোলার সঙ্গে সঙ্গেই এর থেকে খুবই বাজে গন্ধ ছড়ায়। তাছাড়া অফিসে বা কোথাও বেড়াতে গেলে, কোনো কারণে জুতা খুলতে হলেও এই গন্ধের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
তবে চিন্তা ছেড়ে এর সমাধান জানা প্রয়োজন। জানলে অবাক হবেন, এর সমাধান রয়েছে আপনার রান্না ঘরেই। খুবই সামান্য একটি উপাদানের ব্যবহারে এই বিরক্তিকর গন্ধের হাত থেকে রেহাই পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
