লাইফস্টাইল
শরীর ও মনকে নিমিষেই চাঙ্গা করবে ‘কামরাঙ্গার জুস’
প্রতিদিন কামরাঙ্গার শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়। প্রাণ জুড়ানো কামরাঙ্গার শরবত শরীর ও মন দুটোকেই চাঙ্গা করে তোলে। আর কামরাঙ্গা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি।

শরীর ও মনকে নিমিষেই চাঙ্গা করবে ‘কামরাঙ্গার জুস’ | ফাইল ছবি
প্রতিদিন কামরাঙ্গার শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়। প্রাণ জুড়ানো কামরাঙ্গার শরবত শরীর ও মন দুটোকেই চাঙ্গা করে তোলে। আর কামরাঙ্গা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি।
এই শরবত শরীরে পুষ্টির যোগান দিবে এবং শরীর ঠাণ্ডা রাখবে। কামরাঙ্গার শরবত তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক এই শরবত তৈরির রেসিপিটি-
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
