ধর্ম
মা-বাবার প্রতি সন্তানের সম্মান ও ভালোবাসা
পৃথিবীতে সন্তানের সার্বিক বিষয়ে নিবেদিত প্রাণ ও যত্নশীল হলেন একমাত্র মা-বাবা। তারা সন্তানের জন্য এতটাই নিঃস্বার্থ যে সবকিছুর ওপর কোনো কাজেই মা-বাবা সন্তানের কাছে কখনো কোনো বিনিময় চান না।
মা-বাবার প্রতি সন্তানের সম্মান ও ভালোবাসা | ফাইল ছবি
পৃথিবীতে সন্তানের সার্বিক বিষয়ে নিবেদিত প্রাণ ও যত্নশীল হলেন একমাত্র মা-বাবা। তারা সন্তানের জন্য এতটাই নিঃস্বার্থ যে সবকিছুর ওপর কোনো কাজেই মা-বাবা সন্তানের কাছে কখনো কোনো বিনিময় চান না।
দুনিয়াতে মা-বাবা দুজনই প্রতিটি ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দুনিয়া দেখার একমাত্র উপলক্ষও মা-বাবা।
এ কারণেই ইসলাম মা-বাবার সর্বোচ্চ মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছে। পরিবারেও মা-বাবার মর্যাদা ও সম্মান সবার ওপর। আল্লাহ তায়ালা সূরা বনি ইসরাইলে ঘোষণা করেন-
শেয়ার
Releted News
No featured items for this category.