স্বাস্থ্য

বাড়ছে ডেঙ্গু, নেই সিভিল সার্জন

ফেনীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করলেও তিনদিন ধরে নেই সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

2018November/Feni-Civil-Sergon--1908031239-1908040915.jpg
বাড়ছে ডেঙ্গু, নেই সিভিল সার্জন | ফাইল ছবি

৪ আগস্ট, ২০১৯
Fallback Advertisement

ফেনীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করলেও তিনদিন ধরে নেই সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের জানান, হাসপাতালে দিন দিন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। এছাড়া বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকায় আছেন সিভিল সার্জন নিয়াতুজ্জামান। ফলে ফেনীর স্বাস্থ্য বিভাগ অভিভাবকহীন হয়ে পড়েছে।

শুক্রবার রাতে ওই হাসপাতালে ডেঙ্গু রোগীদের দুইশ মশারি ও পাঁচশ লিটার স্যালাইন পৌঁছে দিতে যান ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি সিভিল সার্জনের খোঁজ করেন। তখন উপস্থিত কর্মকর্তারা জানান, তিনি ঢাকায় আছেন। এতে ক্ষোভ প্রকাশ করেন এমপি।

শনিবার দুপুরে ফেনী বিএমএ ও জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির নেতারা ডেঙ্গু রোগীদের খবর নিতে গেলে সিভিল সার্জনের খোঁজ করেন তখনো তিনি ঢাকায়। এমন পরিস্থিতিতে সিভিল সার্জনের অনুপস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানকে দুপুরে কল করা হলে তিনি বলেন, আমি পারিবারিক প্রয়োজনে ঢাকায় এসেছি। ওখানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রুবাইয়াত বিন করিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

সরকার স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করেছে আপনি কীভাবে ছুটিতে জানতে চাইলে, তিনি সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, আমি ঢাকা থেকে রওনা হয়েছি।

দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার রুবাইয়াত বিন করিমকে ফোন করা হলে তিনি বলেন, আমি ফেনীর আশপাশে আছি।

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByFlixza Global